ঘোড়াশালে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ১০:১৭ এএম, ০২ নভেম্বর ২০২১
ফাইল ছবি

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পযর্ন্ত।

এবার নির্বাচনে মেয়র পদে ৩ জন, ৯টি ওয়ার্ডে কাউন্সিলর ৫৩ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের সার্বিক নিরাপত্তায় র্যাব, পুলিশ, ভ্রাম্যমাণ আদালত, আনসারসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।

পলাশ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জোবাইদা খাতুন জানিয়েছেন, এবারের পৌর নির্বাচনে ৯টি ওয়ার্ডে ২৪টি কেন্দ্রের ১৮৬টি বুথে ৬২ হাজার ২৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে নারী ভোটার ৩০ হাজার ৩৮৭ জন ও পুরুষ ভোটার ৩১ হাজার ৮৬১ জন।

নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার। স্বতন্ত্র প্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তানজিরুল হক রনি। এছাড়া ইসলামি আন্দোলন বাংলাদেশের ইকরাম হোসেন হাতপাখা মার্কায় নির্বাচন করছেন।

সঞ্জিত সাহা/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।