পায়রা সেতুতে সড়ক দুর্ঘটনায় কাউন্সিলর পুত্র নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৪:৩৩ এএম, ০২ নভেম্বর ২০২১

পটুয়াখালীর লেবুখালী-পায়রা সেতুতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পটুয়াখালী পৌরসভার সাত নম্বর ওয়া‌র্ডের কাউন্সিলর লুৎফর রহমান শাহারিয়া‌রের ছে‌লে রাইয়ান (১৪) নিহত হয়েছে।

সোমবার (১ নভেম্বর) বিকেলে সেতুর দক্ষিণ পাশের লেবুখালী প্রান্তের টোল পয়েন্টের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হন আরও তিনজন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. নুরুনাহার জানান, রাইয়ানকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

ঘটনাস্থলে থাকা এসআই বিপ্লব কুমার ভাট জানান, সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। সেতুর লেবুখালী প্রান্তের টো‌ল প‌য়ে‌ন্টের একটু উত্তর পা‌শে বিপরীত দিক থেকে আসা দু‌ই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। চার‌ লেনের সেতুর মধ্যে বিভাজন থাকলেও এক‌টি মোটরসাইকেল রং সাইড দিয়ে আসায় দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আব্দুস সালাম আরিফ/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।