রংপুরে পুলিশের অভিযানের পর ‘মাদকসেবী’র মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ০১ নভেম্বর ২০২১

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় পুলিশের অভিযানের পর তাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানা ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

সোমবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হারাগাছ পৌর এলাকার নতুন বাজার বছিবানিয়ার তেপথি মোড়ে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। নিহত তাজুল ইসলাম হারাগাছ পৌর এলাকার দালালহাট নয়াটারী গ্রামের বাসিন্দা।

jagonews24

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার পর হারাগাছ পৌর এলাকার নতুন বাজার বছিবানিয়ার তেপথি মোড়ে অভিযানে যায় হারাগাছ থানা পুলিশ। এসময় তাজুল ইসলামকে মাদকসহ আটকের পর মারধর করে পুলিশ। এসময় ধাক্কায় পাশে দেয়ালে লেগে ঘটনাস্থলেই মারা যান তাজুল। এর প্রতিবাদে থানা ঘেরাও করে এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

jagonews24

এ বিষয়ে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, তাজুল হেরোইন সেবন করছিলেন- এমন খবর পেয়ে সেখানে অভিযানে যায় পুলিশ। তাকে আটকের পর হ্যান্ডকাপ পরানো হলে তিনি মলত্যাগ করে ফেলেন। এ ঘটনার পর পুলিশ তাজুলকে স্থানীয়দের জিম্মায় দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এর কিছুক্ষণ পর খবর আসে যে তাজুল মারা গেছেন।

জিতু কবীর/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।