বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো দশম শ্রেণির ছাত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ০১ নভেম্বর ২০২১

বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাসের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো দশম শ্রেণির এক ছাত্রী (১৫)। বাল্যবিয়ের আয়োজন করায় ওই স্কুলছাত্রীর বাবাকে জরিমানা করা হয়েছে।

সোমবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চাঁদশী ইউনিয়নের উত্তর চাঁদশী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উত্তর চাঁদশী গ্রামের দশম শ্রেণির ছাত্রী মেয়ের সঙ্গে একই ইউনিয়নের নরসিংহলপট্টি এলাকার সিদ্দিক সরদারের ছেলে সোহাগ সরদারের বিয়ে ঠিক করেন তার বাবা। খবর পেয়ে সেখানে পুলিশ নিয়ে উপস্থিত হন ইউএনও। পরে ইউএনও বিয়েটি বন্ধ করে দেন।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, এসআই নাসির হোসেন ও পৌর কাউন্সিলর আল আমিন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, দুপুরে ওই স্কুলছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে আগেই সেখানে অভিযান চালানো হয়। এ সময় বাল্যবিয়ের আয়োজন করায় ওই ছাত্রীর বাবাকে এক হাজার টাকা জরিমানা করা হয়। ১৮ বছর পূর্ণ হওয়ার আগে মেয়েকে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নিয়ে ওই ছাত্রীর বাবাকে সতর্ক করা হয়েছে।

সাইফ আমীন/ইউএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।