রামেকে করোনা উপসর্গে একজনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। যদিও রোববারের দিনটি ছিল মৃত্যুহীন।
সোমবার (০১ নভেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রামেকে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে চাপাইনবাবগঞ্জের একজন মারা গেছেন। এছাড়া রামেক করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। সন্দেহজনক রোগী আছেন ১৯ জন, করোনা আক্রান্ত ৯ জন ও উপসর্গে ভর্তি আছেন ১৫ জন।
রামেক পরিচালক আরও জানান, হাসপাতালের পিসিআর মেশিনে ৩৬ জনের নমুনা পরীক্ষায় একজন শনাক্ত হয়েছেন। অপরদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৫১ জনের নমুনা পরীক্ষায় দুজন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১ দশমিক ৬০ শতাংশ।
ফয়সাল আহমেদ/এফএ/এএসএম