১৩ কেজির বিগহেড বিক্রি হলো সাড়ে ১০ হাজারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০১:৫৩ পিএম, ৩১ অক্টোবর ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটের চরকর্নেশন এলাকায় পদ্মা নদীতে সুমন হলদারের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের একটি বিগহেড কার্প।

রোববার (৩১ অক্টোবর) দুপরে মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১০ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়েছে।

এর আগে, সকাল ৯টার দিকে চরকর্নেশন এলাকায় সুমন হলদারের জালে মাছটি ধরা পড়ে। তিনি মাছটি দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখের কাছে ৭০০ টাকা কেজি দরে নয় হাজার ১০০ টাকায় বিক্রি করেন। পরে শাজাহান শেখ মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১০ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।

১৩ কেজির বিগহেড বিক্রি হলো সাড়ে ১০ হাজারে

শাজাহান শেখ বলেন, মাছটি কেনার পর মোবাইলে যোগাযোগ করে ঢাকায় বিক্রি করেছি। নদীতে সচরাচর এ রকম বিগহেড কার্প ধরা পড়ে না। পদ্মার মাছ সুস্বাদু হওয়ায় দ্রুতই মাছটি বিক্রি করতে পেরেছি।

রুবেলুর রহমান/ইউএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।