সরিষাবাড়ীতে সামাজিক অবক্ষয় রোধে চেয়ারম্যান প্রার্থীর বই বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ৩০ অক্টোবর ২০২১

জামালপুরের সরিষাবাড়ীতে মাদক, সন্ত্রাস, ইভটিজিংসহ সামাজিক অবক্ষয় রোধে যুবকদের মাঝে বই বিতরণ করা হয়েছে।

ইউপি নির্বাচনকে সামনে রেখে ভিন্নধর্মী এ কর্মসূচি পালন করেন উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামের আবু তাহের। আসন্ন ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে করবাড়ি এলাকায় শতাধিক ছাত্র-যুবকদের হাতে সামাজিক সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে বই তুলে দেন তিনি।

jagonews24

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মাসুদ রানা, অ্যাডভোকেট হাফিজুর রহমান, মোস্তফা জামান, মীর হেলাল, মনসুর আলী প্রমুখ।

জানা গেছে, আবু তাহের দীর্ঘদিন ধরে নীরবে এ কার্যক্রম চালিয়ে আসছেন। যা স্থানীয় যুবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

তিনি জানান, বেকার সমস্যাসহ নানাবিধ কারণে যুবসমাজ বর্তমানে মাদকাসক্ত ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সামাজিক অবক্ষয়ে জড়িয়ে পড়ছে। বই পড়ার অভ্যাস গড়ে তুললে এসব অবক্ষয় থেকে তাদের ফেরানো সম্ভব।

এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।