দেশি মুরগির ডিমের হালি ৭০ টাকা
ময়মনসিংহে অস্থির সবজির বাজার। গত সপ্তাহের ব্যবধানে সব প্রকার সবজির দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। সরবরাহ থাকলেও বেড়েছে সব প্রকার মাছের দাম। কিছুটা কমেছে ব্রয়লার ও পাকিস্তানি মুরগির দাম। দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ৭০ টাকা হালি।
শনিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে নগরীর মেছুয়াবাজার ও শম্ভুগঞ্জ বাজারে ঘুরে এসব তথ্য পাওয়া যায়।
মেছুয়াবাজারে শাজনা ও শিম ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ প্রতি কেজি ১০০ টাকা, বরবটি ৮০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, বেগুন ৬০ টাকা, ছোট ফুলকপি ৫০ টাকা, শসা ৩৫ টাকা, টমেটো ১২০ টাকা, গাজর ১২০ টাকা, ঝিঙে ৬০ টাকা, কচুরমুখি ৪০ টাকা, পুলতা ৬০ টাকা, পাতা কপি ছোট ৪০ টাকা, পেঁপে ১৫ টাকা, পটল ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা ও প্রতি পিস লাউ ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতা আব্দুল মোতালেব জানান, সবজির সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। শীতে সরবরাহ বাড়লে এ দাম কমে আসতে পারে।
ওই বাজারের মাছ বিক্রেতা মিলন মিয়া বলেন, গত সপ্তাহের তুলনায় বেশ কয়েক প্রকার মাছের দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। বার্মিজ রুই মাছ ২৬০ থেকে ২৭০ টাকা, দেশি রুই মাছ (ছোট) ২৫০ টাকা থেকে ২৬০ টাকা, দেশি রুই (বড়) ৩৫০ টাকা, কাতল (বড়) ৪৫০ টাকা, সিলভার কার্প ২২০ টাকা, কাচকি ৩০০ টাকা, চাপিলা ৩০০ টাকা, দেশি পুঁটি ৩০০ টাকা, বোয়াল ৭০০ টাকা, পাঁচ মিশালি ৬০০ টাকা, শিং ৩০০ টাকা, টেংরা ৪৫০ টাকা, মলা (ছোট) ২৫০ টাকা, গলদা চিংড়ি ৭০০ টাকা, পাঙ্গাশ ১৩০ টাকা, পাবদা ৩৫০ টাকা, কার্ফু মাছ ২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
একই বাজারে ইলিশ বিক্রেতা জসিম মিয়া জানান, গত সপ্তাহের তুলনায় ইলিশের দাম কিছুটা কমেছে। দেড় কেজি ওজনের ইলিশ ১ হাজার ৪০০ টাকা, এক কেজি ইলিশ ১০০০ টাকা, ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ ৯৫০ টাকা, ৬০০-৭০০ গ্রামের ইলিশ ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
শম্ভুগঞ্জ পশ্চিম বাজার এলাকার সুমন অয়েল মিলের বিক্রেতা সুমন মিয়া জানান, খোলা সয়াবিন তেল ১৫৫ টাকা, পামওয়েল ৫০ টাকা, কোয়ালিটি তেল ৫০ টাকা, বোতলজাতনকরণ তেল ১৫৫ টাকা, সরিষা তেল ২৪০ টাকা, নারিকেল তেল ৯০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
মেছুয়াবাজারের মাংস বিক্রেতা জয়নাল মিয়া জানান, বাজারে কেজি প্রতি গরুর মাংস ৫৮০ টাকা, খাসির মাংস ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
একই বাজারের মুরগি বিক্রেতা মোহাম্মদ আলী জানান, গত সপ্তাহের তুলনায় সব প্রকার মুরগির দাম ১৫ থেকে ২০ টাকা কমেছে। ব্রয়লার ১৫০ টাকা, সোনালী ২৮০ টাকা থেকে ২৯০ টাকা, সাদা কক ২৭০ থেকে ২৮০ টাকা, দেশি মুরগি ৩৫০ থেকে ৩৬০ টাকা বিক্রি হচ্ছ।
মুরগির দাম কমলেও চড়া ডিমের বাজার। দেশি মুরগির ডিম ৭০ টাকা হালি, সোনালী ৫০ টাকা হালি, হাসের ডিম ৫০ টাকা, ফার্মের মুরগির ডিম ৩৮ টাকা হালি বিক্রি হচ্ছে।
মেছুয়াবাজারের জঙ্গলবাড়ি স্টোরের বিক্রেতা সুমন জানান, দেশি মসুর ডাল ১০০ টাকা, ইন্ডিয়ান মসুর ডাল ৮৫ টাকা, ভাঙ্গা মসুর ডাল ৮০ টাকা, মাসকলাই ডাল ১০০ টাকা, ভাঙা মাসকলাই ১৩০ টাকা, মুগডাল ১৪০ টাকা, খোলা আটা ৩৫ টাকা, প্যাকেট আটা ৪০ টাকা, চিনি ৮০ টাকা, খেসারী ডাল ৬০ টাকা, বুটের ডাল ৭৫ থেকে ৮০ টাকা, ছোলা বুট ৭৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।
একই বাজারের শহিদুল ইসলাম জানান, পেঁয়াজের দামে ওঠা-নামা না করলেও কেজি প্রতি ৫ টাকা বেড়েছে আলুর দাম। দেশি আলু ২৫ টাকা ৩০ টাকা, ইন্ডিয়ান আলু ২২ থেকে ২৫ টাকা, দেশি পেঁয়াজ ৫০ টাকা, ইন্ডিয়ান ৪৫ টাকা, দেশি রসুন ৬০ টাকা, ইন্ডিয়ান রসুন ১২০ টাকা, আদা ৮০ টাকা বিক্রি হচ্ছে।
মঞ্জুরুল ইসলাম/এসজে/জেআইএম