নির্বাচনী পথসভার মিষ্টি আনতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৮:০৭ এএম, ৩০ অক্টোবর ২০২১

বরগুনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইমামুদ্দিন (২২) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে হাসিব (১৪) নামের আরও এক স্কুলছাত্র।

শুক্রবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বরগুনা-চালিতালী সড়কের ডাকুয়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমামুদ্দিন সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের নলী মাইঠা গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী নাসির মজলিসের ভাগনে। তিনি ইমামুদ্দিন বরগুনা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে ইমামুদ্দিন এবং হাসিব বরগুনা বাজার থেকে নাসির মজলিসের নির্বাচনী পথসভার মিষ্টি কিনে ফিরছিলেন। পথে ডাকুয়া বাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ইমামুদ্দিনকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

নিহত ইমামুদ্দিনের মামা নাসির মজলিস জানান, নির্বাচনী পথসভার মিষ্টি আনতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয় ভাগনে ইমামুদ্দিন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।