ইসির আচরণ নিরপেক্ষ নয় : রুহুল আলম চৌধুরী


প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৫
রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রচারণায় বিএনপি নেতারা

নির্বাচন কমিশনের (ইসি) আচরণ মোটেও নিরপেক্ষ নয় বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী। তিনি বলেন, এ নির্বাচন কমিশনের প্রতি জনগণের কোনো আস্থা নেই। তাই পৌরসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে জনমনে আস্থা ফিরিয়ে আনতে হবে।

বৃহস্পতিবার বিকেলে রাঙ্গামাটিতে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টোর ধানের শীর্ষ প্রতীকে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের এসব কথা বলেন রুহুল আলম চৌধুরী।

তিনি দাবি করে বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলে ধানের শীষের জয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। কিন্তু আওয়ামী লীগ জোর করে জয় ছিনিয়ে নিতে মরিয়া। আর ইসি কাজ করছে সরকারি দলের পক্ষে।

এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদৎ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট দীপেন দেওয়ান, দলীয় প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলমসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সুশীল প্রসাদ চাকমা/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।