দ্বিতীয় স্ত্রীর মামলায় কারাগারে চিকিৎসক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ২৬ অক্টোবর ২০২১

নারী নির্যাতন মামলায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট (সদর) হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক ডা. এনামুল হককে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

সোমবার (২৫ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

খোঁজ নিয়ে জানা যায়, এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ডা. এনামুল হকের। পরবর্তীতে ওই নারীকে তিনি বিয়ে করেন। তিনি ডা. এনামুল হকের দ্বিতীয় স্ত্রী। বিয়ের পর ওই নারী যৌতুক চাওয়ার অভিযোগ এনে ডা. এনামুল হকের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা করেন। চিকিৎসকের ভাইকেও মামলায় অভিযুক্ত করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, ২৪ অক্টোবর ঢাকা থেকে ওই চিকিৎসককে গ্রেফতার করে র‌্যাব। ২৫ অক্টোবর আমাদের কাছে হস্তান্তর করলে আমরা আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠাই।

মৌলভীবাজার-২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুমায়ুন কবির বলেন, শুনেছি ডা. এইচ এম এনামুল হক গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তবে এখন পর্যন্ত আমার কাছে অফিসিয়াল কোনো কাগজপত্র আসেনি। তিনি হাসপাতাল থেকে এক সপ্তাহের ছুটি নিয়েছেন।

আব্দুল আজিজ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।