বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
বগুড়ায় ট্রাকচাপায় রাসেল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৫ অক্টোবর) দিনগত রাত ৯টার দিকে বগুড়া শহরতলীর ভবের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের চালকসহ দুইজন আহত হয়েছেন।
নিহত রাসেল আদমদিঘী উপজেলার চারুপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, সোমবার রাতে আদমদীঘির তিন যুবক রাসেল (৩০), মৃদুল (৩৫) ও আমিনুল (৩৬) মোটরসাইকেল নিয়ে বগুড়া শহর থেকে চারমাথার দিকে যাচ্ছিলেন। ভবের বাজার এলাকায় মেহেরা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে রংপুরগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানেই রাসেল মারা যান।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পালিয়ে যাওয়ায় ট্রাক ও চালককে আটক করা যায়নি।
ইউএইচ/জিকেএস