বাড়িতে গাঁজা চাষ, ইউপি সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১০:০৭ পিএম, ২৫ অক্টোবর ২০২১

গাইবান্ধার সাঘাটায় বাড়িতে গাঁজা চাষ করার অপরাধে আব্দুস সাত্তার ওরফে বাটু মেম্বারসহ (৬৪) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সাথালিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে ও সাঘাটা ইউনিয়ন পরিষদের সদস্য।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে বাড়িতে গাঁজার গাছসহ আব্দুস সাত্তার ওরফে বাটু মেম্বারকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে।

জাহিদ খন্দকার/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।