বাঘারপাড়ায় আ’লীগ প্রার্থী মনোনয়নে পুনর্বিবেচনার দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ২৫ অক্টোবর ২০২১

যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) দুপুরে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান উপজেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম রেজা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুম রেজা বলেন, আমার বাবা মরহুম ডা. আলতাফ হোসেন ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা ছিলেন। ভাষা আন্দোলনের সময় দেওয়াল লিখনের কারণে তিনি গ্রেফতার হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। ১৯৬৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বন্দবিলা ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন আমার বাবা।

মাসুম রেজা আরও বলেন, আমি ২০০৩ সালে যশোর পলিটেকনিক কলেজে ছাত্রলীগ করার মাধ্যমে রাজনীতিতে আসি। বর্তমানে উপজেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছি। এবারও মনোনয়ন চেয়ে পাইনি। বন্দবিলা ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সঞ্জিব কুমার বিশ্বাস। সঞ্জিব ২০১৬ সালে আওয়ামী লীগের রাজনীতিতে আসেন উল্লেখ করে মাসুম রেজা দাবি করেন, এর আগে সঞ্জিব বিএনপিঘনিষ্ঠ ছিলেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে স্থানীয় বাসিন্দা ও মাসুম রেজার স্বজন আক্তারুজ্জামান, জাহিদ হাসান, রিয়াদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মিলন রহমান/ইউএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।