গোমতীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২৫ অক্টোবর ২০২১
ফাইল ছবি

কুমিল্লার গোমতী নদীতে জুবায়ের আলী (৬) নামের এক মাদরাসাছাত্র নিখোঁজের ছয় ঘণ্টা পর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

সোমবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে নিখোঁজ স্থানের এক কিলোমিটার দূর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুবায়ের আলী কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর পশ্চিমপাড়া গ্রামের রংমিস্ত্রি জাকির হোসেনের ছেলে।

এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে আলেখারচর ব্রিজ সংলগ্ন এলাকায় গোমতী নদীতে গোসল করতে গিয়ে জুবায়ের পানিতে তলিয়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লা স্টেশনের সাব অফিসার বটন বড়ুয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে জুবায়ের আলী তার সহপাঠীদের সঙ্গে গোসল করতে নদীতে নামে। এক পর্যায়ে সে স্রোতের সঙ্গে তলিয়ে যায়। পরে স্থানীয়রা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি।

তিনি আরও বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের চেষ্টা চালান। পরে সাড়ে ১০টার দিকে চাঁদপুরের ডুবুরি দলকে খবর পাঠানো হয়। দুপুর ১টায় পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। দেড় ঘণ্টা অভিযান চালিয়ে দুপুর আড়াইটার দিকে জুবায়েরের মরদেহ উদ্ধার করা হয়।

জাহিদ পাটোয়ারী/ইউএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।