রাজশাহী প্রেসক্লাব ভবনে আগুন
রাজশাহী প্রেসক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভেতরে আটকা পড়েন।
প্রেসক্লাব ভবন সংলগ্ন মার্কেটের নাইটগার্ডরা বিষয়টি টের পেয়ে ভেতরে গিয়ে তাকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান জানান, প্রতিদিনের মতো তিনি গত রাতে প্রেসক্লাবের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে প্রেসক্লাবের কম্পিউটার রুমে আগুন দেখতে পেয়ে তিনি ঘুম থেকে জেগে উঠেন। পরে তিনি চিৎকার দিয়ে রুম থেকে বের হয়ে আসার চেষ্টা করেন। কিন্তু ভবনের মূল ফটকে তালা মেরে রাখার কারণে বের হতে পারেননি। পরে আশপাশের মার্কেটের নাইটগার্ডরা ছুটে এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। সংবাদ পেয়ে রাতেই ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে ওই রুমে থাকা দুটি কম্পিউটার, একটি ল্যাপটপসহ রুমের যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়।
এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, সকালে খবর পেয়ে তিনি প্রেসক্লাব ভবনটি পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডের মূল কারণ বের করতে তদন্ত কাজ চলছে বলে জানান ওই কর্মকর্তা।
শাহরিয়ার অনতু/এসএস/আরআইপি