মালবাহী ট্রেনে নেওয়া হচ্ছিল গাঁজা, কারাগারে মাদক কারবারি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২৩ অক্টোবর ২০২১

কিশোরগঞ্জের ভৈরবে মালবাহী ট্রেন থেকে সাড়ে সাত কেজি গাঁজাসহ হাবুল মিয়া ওরফে হাবু মিয়া (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।

শনিবার (২৩ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতার হাবু মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আখাউড়া থেকে মালবাহী ট্রেনে একটি মাদকের চালান ঢাকায় যাচ্ছে। সে তথ্য মতে, দিনগত রাত ২টার দিকে ভৈরব স্টেশনে মালবাহী ট্রেনটি থামিয়ে মালামাল রাখার বগি থেকে সাড়ে সাত কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় মাদক কারবারি হাবু মিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।