মাদক কারবারি ধরতে গিয়ে তক্ষক উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৬:০৩ এএম, ২২ অক্টোবর ২০২১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি তক্ষক উদ্ধার করেছে বন্যপ্রাণী বিভাগ। এ ঘটনায় গোলাম মূর্তজা (৫৪) নামে একজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে উপজেলার আড্ডা মোড়ে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বেগুননগর গ্রামের মৃত জোহাক মণ্ডলের ছেলে।

সন্ধ্যায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নাজির।

এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মাদক কারবারিদের ধরতে ওঁত পেতে বসে ছিল আড্ডা মোড় এলাকায়।

jagonews24

এসময় এক ব্যক্তিকে সন্দেহ হলে তার ব্যাগ তল্লাশি করে একটি তক্ষক পাওয়া যায়। পরে রাজশাহী বন্যপ্রাণী বিভাগকে খবর দিলে তারা গোমস্তাপুর উপজেলা বন বিভাগে জানায়।

পরে উপজেলা বনবিভাগের কর্মকর্তা সারোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তক্ষকটি উদ্ধার করেন।

তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত তক্ষকের ওজন প্রায় ২০০-২৫০ গ্রাম।

সোহান মাহমুদ/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।