‘ত্রাণ চাই না, নদীর ভাঙন প্রতিরোধ চাই’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ২১ অক্টোবর ২০২১

সুগন্ধা নদীর ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন করেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামবাসী।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে রাকুদিয়া গ্রামে সুগন্ধা নদীর তীরে ‘ভাঙে নদী বসতবাড়ি শুনতে কি পাও আর্তনাদ, বেঁচে থাকার জন্য মোরা চাই টেকসই বেড়িবাঁধ’ স্লোগানে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় নারী-পুরুষেরা অংশ নেন।

jagonews24

রাকুদিয়া গ্রামের বাসিন্দা বীর প্রতীক রত্তন আলী শরীফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন প্রভাষক মজিবুর রহমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সরদার, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, মো. বাবুল ঢালী, মোসলেম সিকাদর,আবুল হোসেন ঢালী, রহিম সিকাদর, আলমগীর হোসেন ও মো. সোহেল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু রক্ষায় চলমান ভাঙনরোধ প্রকল্পের কাজ থেকে শুরু করে সরকারি আবুল কালাম কলেজ রক্ষায় চলমান প্রকল্পের কাজ পর্যন্ত মধ্যবর্তী দুই কিলোমিটার নদীর তীর জুড়ে এবছর ভাঙন আরও তীব্র হয়েছে। আমরা ত্রাণ চাই না। আমরা চাই, ভাঙন প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ। রাকুদিয়া গ্রাম রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানাই।

jagonews24

বক্তারা আরও বলেন, বরিশাল-ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর উত্তর-পূর্ব পাড় থেকে সরকারি আবুল কালাম ডিগ্রী কলেজ পর্যন্ত সুগন্ধা নদীর ভাঙনে বিলীন হওয়ার পথে রাকুদিয়া গ্রাম। নদী ভাঙনে গত এক বছরে প্রায় শতাধিক পরিবার বসতবাড়ি হারিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। সুগন্ধা নদীর ভাঙন ঝুঁকিতে রয়েছে রাকুদিয়া গ্রামের মসজিদ, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ভাঙন ঝুঁকিতে রয়েছে নদী তীরবর্তী অসংখ্য পরিবার। এসব মানুষ ভাঙন আতংকে নির্ঘুম রাত কাটাচ্ছেন।

সাইফ আমীন/ইউএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।