ভাবির ধর্ষণ মামলায় দেবর গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ১৮ অক্টোবর ২০২১

ফরিদপুরের বোয়ালমারীতে ভাবিকে ধর্ষণের অভিযোগে রাজন ফকির (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ

রোববার (১৭ অক্টোবর) দিনগত ভুক্তভোগী মামলা দিলে রাতেই তাকে তাকে গ্রেফতার করা হয়। রাজন ফকির উপজেলার রুপাপাত ইউনিয়নের সূর্যোগ এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৬ অক্টোবর রাতে ওই গৃহবধূর স্বামী কাটাগড় দেওয়ান সাগের শাহের মাজারে গান শুনতে যান। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে গৃহবধূ (৩০) বসতঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। রাত ১টার দিকে দেবর রাজন ফকির গৃহবধূর ঘরে প্রবেশ করে দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেন। ভোরে স্বামী বাড়িতে ফিরলে ঘটনা খুলে বলেন তিনি।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, সকালে গ্রেফতার রাজন ফকিরকে আদালতে ও ভুক্তভোগী গৃহবধূকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এন কে বি নয়ন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।