প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে দিয়ে কারাগারে এক ব্যক্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ১২:১৬ পিএম, ১৮ অক্টোবর ২০২১

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করায় মো. পারভেজ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৭ অক্টোবর) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইমাম হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মো. পারভেজ মিয়া জেলার ভালুকা উপজেলার জামিরদিয়া নয়ানীপাড়া এলাকার মৃত মমিন উদ্দিনের ছেলে। এর আগে ওই দিন সকালে ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদী হয়ে পারভেজ মিয়াকে আসামি করে মামলা করেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম।

তিনি জানান, গত শনিবার (১৬ অক্টোবর) ছবি মো. পারভেজ মিয়া তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিকৃত ছবি শেয়ার করেন। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। পরে ওই দিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে পারভেজ মিয়াকে আটক করে। আটকের পরদিন মামলা করেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

মঞ্জুরুল ইসলাম/ এফআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।