মেঘনায় ট্রলারডুবিতে শিশু নিহত, মা-ছেলে নিখোঁজ
ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় জোনায়েত হোসেন (২) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা স্বপন (২৬) ও দাদি বিলকিস বেগম (৫০) নিখোঁজ রয়েছেন।
এ পর্যন্ত সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল নোমান।
নিহত ও নিখোঁজরা উপজেলার দুলারহাট থানার মুজিবনগর ইউনিয়নের বাসিন্দা।
রোববার (১৭ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার চর কুকরি-মুকরি ইউনিয়নের চর পাতিলা এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
চর কুকরি-মুকরি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাশেম মহাজন জাগো নিউজকে বলেন, দুপুরের দিকে ওই ট্রলারটি চর পাতিলা থেকে নয়জন যাত্রী নিয়ে মুজিবনগর ইউনিয়নের উদ্দেশ্যে রওনা হয়। ছেড়ে আসার কিছুক্ষণ পর মেঘনা নদীতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ পর্যন্ত সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জোনায়েত নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার বাবা এবং দাদি নিখোঁজ।
চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা আল নোমান জাগো নিউজে বলেন, নিখোঁজদের সন্ধানে পুলিশ, কোস্টগার্ড, জনপ্রতিনিধি ও স্থানীয়রা কাজ করছেন। এখন পর্যন্ত নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি। জীবিত উদ্ধার হওয়া কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
জুয়েল সাহা বিকাশ/এসআর/জেআইএম