মোংলায় অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১৭ অক্টোবর ২০২১

মোংলায় রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

রোববার (১৭ অক্টোবর) ভোরে উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাইনমারী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা ও পুলিশ জানায়, রোববার ভোরে স্থানীয়রা রাস্তার পাশে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশের চাঁদপাই বিট অফিসার মো. হাদীউজ্জামান খাঁন জানান, অজ্ঞাত এ মরদেহের মাথার বাম পাশের কানের ওপরে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানান, অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে গতরাতে সেখানে ঘোরাঘুরি করতে দেখা যায়। সকালে দেখা যায় রাস্তার পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘শুনেছি লোকটি ভবঘুরে পাগল টাইপের। তিনি রাতের অন্ধকারে রাস্তার ওপরে নসিমন বা টমটমের আঘাতে মারা গিয়ে থাকতে পারে। তারপরও মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

মো. এরশাদ হোসেন রনি/এফআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।