ফরিদপুরে বাসচাপায় গৃহবধূ নিহত, এলাকাবাসীর বিক্ষোভ-ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ১৬ অক্টোবর ২০২১
প্রতীকী ছবি

ফরিদপুরে বাসচাপায় সুফিয়া বেগম (৪৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। দুর্ঘটনার পর কয়েক ঘণ্টা সড়ক অবরোধ করে বাস ভাঙচুর করেন স্থানীয়রা।

শনিবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সোয়াদী কালিয়ার মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত সুফিয়া বেগম ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোয়াদী এলাকার মোজাম সেখের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ইমাদ পরিবহনসহ তিন-চারটি বাস ভাঙচুর করে। পরে খবর পেয়ে ভাঙ্গা থানা হাইওয়ে পুলিশ ও নগরকান্দা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ বলেন, রাস্তা পারাপার হতে গিয়ে বাসচাপায় গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।