মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ১৪ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১২:০৫ পিএম, ১৬ অক্টোবর ২০২১

গ্যাস পাইপলাইনের উন্নয়নমূলক কাজের জন্য মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ১৪ ঘণ্টার জন্য বিচ্ছিন্ন রাখা হয়েছে গ্যাসের সংযোগ।

শনিবার (১৬ অক্টোবর) সকাল থেকে এ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়। জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) এক নোটিশে এ তথ্য জানায়।

জানা যায়, জেজিটিডিএসএল এর অধিভুক্ত মৌলভীবাজার ও হবিগঞ্জের আওতাধীন উচ্চচাপ সঞ্চালন পাইপলাইনে উন্নয়নমূলক কাজ করা হবে। এজন্য মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে আঞ্চলিক কার্যালয়ভুক্ত এলাকায় শনিবার সকাল থেকেই গ্যাসের সংযোগ বন্ধ রাখা হয়েছে।

মৌলভীবাজার শহরের বাসিন্দা শেলী বেগম জাগো নিউজকে বলেন, ‘গ্যাস না থাকায় দুর্ভোগে পড়েছি। রান্না-বান্নার জন্য আমরা বিকল্প ব্যবস্থা করেছি।’

জালালাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয় মৌলভীবাজারের ব্যবস্থাপক এম আওলাদ হোসেন জাগো নিউজকে জানান, রক্ষণাবেক্ষণ কাজের সময় মৌলভীবাজার ও শ্রীমঙ্গল নেটওয়ার্কের আওতায় জেলার সব ধরনের গ্যাস সংযোগ বন্ধ থাকবে। তবে বড়লেখা ও কুলাউড়া উপজেলা এই নেটওয়ার্কের বাইরে থাকবে।

আব্দুল আজিজ/ এফআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।