শখের খামারে দুর্বৃত্তদের বিষ, মরলো ১০ লাখ টাকার মাছ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১৬ অক্টোবর ২০২১

গাজীপুরের কালীগঞ্জে শিক্ষানবিশ আইনজীবীর খামারে বিষ ঢেলে প্রায় দেড়শ মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার নাগরী ইউনিয়নের ভাসানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৫ অক্টোবর) কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন খামারে মালিক গোলাম কিবরিয়া।

কালীগঞ্জের উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এস.আই) মো. জাকির হোসেন জানান, খামারের মালিক ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের কবির খানের ছেলে। কালীগঞ্জের নাগরী ইউনিয়নের ভাসানিয়া এলাকায় জমি কিনে শখ করে সেখানে মাছের খামার করেছেন। খামারে দুইদিন আগে কে বা কারা বিষ ঢেলে দেয়। এতে খামারের সব মাছ মরে গেছে।

তিনি আরও জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি সত্যতা পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে আইনজীবী গোলাম কিবরিয়া জানান, গত বুধবার সকালে কেয়ারটেকার মোখলেস ফোন করে জানায়, পুকুরের মাছ মরে ভেসে উঠছে। পরে সেখানে গিয়ে দেখি খামারে বিভিন্ন প্রজাতির প্রায় দেড়শ মণ মাছ মরে ভেসে উঠেছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আব্দুর রহমান আরমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।