নরসিংদীতে সকল প্রার্থীকে নিয়ে মত বিনিময় সভা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ২২ ডিসেম্বর ২০১৫

নরসিংদীতে তিন পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আমেনা বেগম, রিটার্নিং অফিসার সুরাইয়া বেগম, জেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার নজরুল ইসলামসহ তিন পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা।

এসময় নরসিংদী, মাধবদী ও মনোহরদী পৌরসভার ১৫ জন মেয়র, ১১৪ জন কাউন্সিলর ও ৩৬ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সঞ্জিত সাহা/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।