কোনো অপশক্তি সম্প্রীতি নষ্ট করতে পারবে না: খাদ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ১৪ অক্টোবর ২০২১

দুর্গাপূজা সম্প্রীতির সেতুবন্ধ শক্তিশালী করেছে মন্তব্য করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশ আবহমান কাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হিসেবে বিশ্বে পরিচিত। কোনো অপশক্তি এ সম্প্রীতি নষ্ট করতে পারবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সম্প্রীতির এ বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর বারেয়ারী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

পূজাকে কেন্দ্র করে দু-একটি বিচ্ছিন্ন ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, কিছু ব্যক্তি বা গোষ্ঠী সাম্প্রদায়িক চেতনা ভূলণ্ঠিত করার মাধ্যমে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ওই কুচক্রীমহল সারাদেশে জাতিগত এবং ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি করে ফায়দা লুটতে চেয়েছিল। কিন্তু সরকার এবং প্রশাসন কঠোর পদক্ষেপ নেওয়ার কারণে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে।

আব্বাস আলী/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।