যশোরে কাউন্সিলর প্রার্থীকে জরিমানা


প্রকাশিত: ০২:১৬ পিএম, ২২ ডিসেম্বর ২০১৫

নির্বাচনী পোস্টারে প্রার্থীর নিবন্ধিত নামের পরিবর্তে অন্য নাম ব্যবহার করায় যশোর পৌরসভার ৫ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসিফুর রহমান জরিমান আদায় করেন। একই সঙ্গে তাকে সতর্ক করেছে ভ্রাম্যমাণ আদালাত।

সহকারী কমিশনার (ভূমি) আসিফুর রহমান জানান, আইন অনুযায়ী প্রার্থীকে নিবন্ধিত নামে পোস্টার ছাপাতে হবে। কিন্তু ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান তার পোস্টারে শুধু ‘মনি’ নাম ব্যবহার করেছেন।

নির্বাচনী আইন লঙ্ঘণ করায় তাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাকে সতর্ক করা হয়েছে।

মিলন রহমান/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।