ফুলবাড়ীতে কাউন্সিলর প্রার্থীকে প্রাণনাশের হুমকির অভিযোগ


প্রকাশিত: ০১:৪১ পিএম, ২২ ডিসেম্বর ২০১৫

দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর নির্বাচনে ৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আনিসুর রহমান আনিসের বিরুদ্ধে একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহবুব আলম টনিকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গত সোমবার সন্ধ্যায় থানায় একটি অভিযোগ দায়ের করেন কাউন্সিলর প্রার্থী মাহবুব আলম টনি।

অভিযোগের ভিত্তিতে ওই রাতেই বর্তমান কাউন্সিলর আনিসুর রহমান আনিসকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।

মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জামিনে মুচলেকা দিয়ে ছাড়া পান বর্তমান কাউন্সিলর আনিসুর রহমান আনিস।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার বিকেল ৫টায় ৭নং ওয়ার্ড এর কাউন্সিলর পদপ্রার্থী মাহবুব আলম টনিকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন বর্তমান কাউন্সিলর আনিসুর রহমান আনিস। এই ঘটনায় কাউন্সিলর প্রার্থী মাহবুব আলম টনি থানায় অভিযোগ করেন।

তিনি আরও বলেন, বর্তমান কাউন্সিলর আনিসুর রহমান আনিস অন্য এক কাউন্সিলর প্রার্থীর সমর্থক।

এ ব্যাপারে অভিযুক্ত কাউন্সিলর আনিসুর রহমান আনিস বলেন, গ্রামবাসী মিলে অন্য এক কাউন্সিলর প্রার্থীকে সমর্থন দিয়েছি। আমি তার হয়ে কাজ করছি। এজন্য মাহবুব আলম টনি ক্ষিপ্ত হয়ে আমার নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।

এমদাদুল হক মিলন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।