শব্দ সৈনিক রাশিদুল হোসেনের দাফন সম্পন্ন


প্রকাশিত: ০১:১৯ পিএম, ২২ ডিসেম্বর ২০১৫

স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক রাশেদুল হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি......রাজিউন)। রাষ্ট্রীয় মর্যাদায় স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক রাশেদুল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ আসর ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের উত্তর মৌড়াইল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলাম খান, পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশীদ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোরায়রাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজায় ইমামতি করেন উত্তর মৌড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের।

পরে জানাজার নামাজ শেষে এই শব্দ সৈনিককে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর উত্তর মৌড়াইল কবরস্থানে তাকে দাফন করা হয়।

রাশিদুল হোসেনের জানাজায় অংশগ্রহণ করতে আসা বিশিষ্টজনেরা স্বাধীনতা সংগ্রামে তার অবদানকে স্মরণ করে রাখার জন্য ব্রাহ্মণবাড়িয়ায় একটি স্মৃতিফলক নির্মাণের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।

এর আগে সোমবার রাত সোয়া ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সৈনিক মো. রাশিদুল হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।