বজ্রপাতে প্রাণ গেলো দুই কৃষকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১২ অক্টোবর ২০২১

বান্দরবানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ অক্টোবর) মধ্যরাতে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বাঙ্গালী পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই এলাকার মৃত মো. ইসহাকের ছেলে মোহাম্মদ এনাম (৪৫) ও মৃত মো. নবী হোসেনের ছেলে মো. শহিদুল ইসলাম (১৬)।

উপজেলার ফাইতং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, রাতে মোহাম্মদ এনাম ও শহিদুল ইসলাম বাগান পাহারা দেওয়ার জন্য গাছের ওপর বানানো একটি টংঘরে ঘুমচ্ছিলেন। রাত ১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে সেখানে দুজন মারা যান।

মঙ্গলবার সকালে তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা ওই টংঘরে তল্লাশি করে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে গাছের ওপর টংঘর বানিয়ে বাগান ও ফসলি জমি পাহারা দেন তারা। আর ওই টংঘরে থাকাই কাল হলো তাদের।

লামা থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।