নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৫ দোকান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:০২ পিএম, ১২ অক্টোবর ২০২১

নোয়াখালীর কবিরহাটে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৭টায় উপজেলার ধানশালিক ইউনিয়নের জনতা বাজারে এ ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জের ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জামিন মিয়া ও কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা বলেন, সকালে খবর পেয়ে দুটি ফায়ার স্টেশন থেকে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্ত এক দোকান মালিক ও ধানশালিক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া জানান, সকালে হঠাৎ আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে ওঠে। এতে বাজারের পাঁচটি দোকান ঘর মালামালসহ সম্পূর্ণ ভস্মীভূত হয়।

তিনি আরও বলেন, আগুনে তিনিসহ মো. এরফান, রুবেল, সোহেল ও বিজয়ের কসমেটিকস, মুদি, তেল, ভেরাইটিজ ও চা-দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।