লক্ষ্মীপুরে রাতে কিশোর গ্যাংয়ের মারামারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১০:৩৪ এএম, ১২ অক্টোবর ২০২১

লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কিশোর গ্যাংয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার ১২ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ জাগো নিউজের কাছে আসে।

ভিডিওতে দেখা যায়, মেহেরুন রঙের শার্ট পরা এক কিশোরকে পাঁচ-ছয় কিশোর এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারছে। এর মধ্যে একজনের হাতে থাকা প্লাস্টিকের জিআই পাইপ দিয়ে তাকে মারতে থাকে। আহত ওই কিশোরের নাক মুখে জখম হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। আহত কিশোরসহ তার বন্ধুরাও দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

jagonews24

কারও নাম-পরিচয় জানা না গেলেও পূর্ব বিরোধের জেরে মারামারির এ ঘটনা ঘটে বলে জানিয়ছেন প্রত্যক্ষদর্শীরা।

এসব বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, কেউ আমাকে ঘটনাটি জানায়নি। ঘটনাটি টহল টিমকে জানাচ্ছি।

jagonews24

শহরের দক্ষিণ তেমুহনী এলাকার নিউ মডেল হাসপাতালের সামনে শনিবার (৯ অক্টোবর) বিকেলেও কিশোর গ্যাংয়ের একটি হামলার ঘটনা ঘটে। এ সময় জেলা বিএমএ সভাপতি ডা. আশফাকুর রহমান মামুনসহ স্থানীয়রা এগিয়ে আসায় ওইদিন হামলাকারীরা পালিয়ে যায়। ওই ঘটনারও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

কাজল কায়েস/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।