ফেনীতে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:১৮ এএম, ১২ অক্টোবর ২০২১

ফেনীর ফুলগাজীতে ৪০ টাকার পেঁয়াজ ৬০ টাকায় বিক্রির অভিযোগে এক দোকানিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে ফুলগাজীর মুন্সিরহাটে ফেনীস্থ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ভোক্তা অধিকার রক্ষায় ফুলগাজীর বিভিন্ন হাট বাজারে অভিযান চালানো হয়। এ সময় উপজেলার মুন্সির হাটে ৪০ টাকার পেঁয়াজ ৬০ টাকায় বিক্রির অপরাধে পাল ব্রাদার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে অসুক্ষম স্টোরকে ৩ হাজার টাকা, পোড়া তেল ব্যবহারের দায়ে হীরামন সুইটসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

jagonews24

অভিযানে ফুলগাজী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল চাকমা অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

নুর উল্লাহ কায়সার/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।