বন্ধুদের সঙ্গে বান্দরবান ঘুরতে গিয়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর  
প্রকাশিত: ০৬:১২ এএম, ১১ অক্টোবর ২০২১
মো. ফের‌দৌস সরদার (২৭)।

বন্ধুদের সঙ্গে বান্দরবানে ঘুরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রোয়াংছ‌ড়ির দেবতাকু‌মে এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম মো. ফের‌দৌস সরদার (২৭)। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মহিশারঘোপ-বারইপাড়া এলাকার লোকমান সরদারের ছেলে।

ফের‌দৌস সরদারের বন্ধু ও ভ্রমণের সফরসঙ্গী আরব আলী জানান, আমরা টুরিস্ট গাইড নি‌য়ে আটজ‌নের এক‌টি দল দেবতাকু‌মে বেড়া‌তে যাই। সেখানে যাওয়ার সময় হঠাৎ ফের‌দৌস পা‌নি‌তে প‌ড়ে যায়। সবাই মি‌লে খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার ক‌রে রোয়াংছ‌ড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেরদৌসের চাচাতো ভাই বাবুল সরদার জাগো নিউজকে বলেন, ফেরদৌস ঢাকায় গার্মেন্টসের ব্যবসা করেন। এলাকার কয়েকজন বন্ধুদের সঙ্গে গত শনিবার বান্দরবান এলাকায় ভ্রমণে যান। রোববার দুপুরে মোবাইলে জানতে পারি পানিতে ডুবে তার মৃত্যু হয়। মরদেহ বর্তমানে রোয়াংছ‌ড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হ‌য়ে‌ছে। পরিবারের পক্ষ থেকে রোয়াংছ‌ড়ি থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা হয়েছে। সোমবার হেলিকপ্টারে করে মরদেহ আনার প্রস্তুতি চলছে।

এন কে বি নয়ন/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।