রেললাইনে বসে হেডফোনে শুনছিল গান, প্রাণ গেল ট্রেনের ধাক্কায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৫:২২ এএম, ১১ অক্টোবর ২০২১

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় মিনহাজ মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

নিহত মিনহাজ নগরীর কাশর এলাকার রবি মিয়ার ছেলে। গোহাইলকান্দী ড্যাফোডিল মডেল স্কুলে অষ্টম শ্রেণিতে পড়তো সে।

স্থানীয়রা জানান, মিনহাজ নিয়মিত ওই রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনতো। ঘটনার দিন জামালপুর থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেন কাশর এলাকায় পৌঁছলে রেললাইনে বসে থাকা মিনহাজকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মামুন রহমান বলেন, ঘটনাটি ময়মনসিংহ জিআরপির থানার আওতাধীন না। এটি জামালপুর জিআরপি থানার অধীনে। তবে শুনেছি এক কিশোর ট্রেনের ধাক্কায় মারা গেছে। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে বলেও জানান তিনি।

মঞ্জুরুল ইসলাম/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।