ঠিকাদারকে গুলি: ১১ মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৭:২২ পিএম, ১০ অক্টোবর ২০২১

বাগেরহাটে সিরাজুল ইসলামকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় দুলাল আকন নামে ১১ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১০ অক্টোবর) ভোরে ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুলাল বাগেরহাট শহরের পশ্চিম হাড়িখালী এলাকার বাসিন্দা।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট শহরতলির পশ্চিম হাড়িখালী এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন সিরাজুল ইসলাম মনক নামের এক ঠিকাদার। স্থানীয়রা গুলির শব্দ শুনে সেখানে গিয়ে তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পরদিন শনিবার রাতে আহতের ভাই বাগেরহাট মডেল থানায় দুজনের নামে হত্যাচেষ্টার মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে দুলাল আকনকে গ্রেফতার করা হয়। পরে তার বাড়ির পাশের বাগান থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জাগো নিউজকে বলেন, সিরাজুল ইসলামকে গুলি করার ঘটনায় করা মামলায় দুলাল আকন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় মাদক ও মারামারিসহ ১১টি মামলা আছে। এসব মামলায় তিনি জামিনে ছিলেন।

শওকত আলী বাবু/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।