পদ্মায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৩ জেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১১:৪৪ এএম, ১০ অক্টোবর ২০২১
প্রতীকী ছবি

শরীয়তপুরের ভেদরগঞ্জে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন জেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন এক জেলে।

রোববার (১০ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাঝের চরে এ দুর্ঘটনা ঘটে।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তানভীর আল নাসিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-উপজেলা উত্তর তারাবনিয়া ইউনিয়নের রশিদ দেয়ান কান্দি গ্রামের কাশেম পাঠানের ছেলে মহিউদ্দিন (২৬), দেওয়ান কান্দি গ্রামের হাকিম দেওয়ানের ছেলে আল আমিন (৩৬) ও চাঁদপুর জেলার হাইমচর ইউনিয়নের চর ভৈরবের নয়ন আহমেদ (২৭)। আর আহত সাগর প্রধানিয়া (২৫) উত্তর তারাবনিয়া ইউনিয়নের মরন আলী ঢালী কান্দি গ্রামের আলী আহমেদ প্রধানিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভেদরগঞ্জ উপজেলার মাঝের চরে মাছ শিকারে যান জেলেরা। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মহিউদ্দিন, আল আমিন ও নয়ন নামে তিন জেলের মৃত্যু হয়। আহত আরেক জেলেকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. ইউনুস সরকার জানান, বজ্রপাতে তিন জেলে নিহত ও একজন আহত হন। নিহতদের পারিবারিক ভাবে দাফন করা হয়েছে। পরে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানানো হয়।

মো. ছগির হোসেন/এফআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।