বাল্যবিয়ে থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির ছাত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:৩২ এএম, ১০ অক্টোবর ২০২১

চুয়াডাঙ্গায় পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্রী। সাবালিকা না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না মর্মে অঙ্গীকার করেছেন তার বাবা-মা।

শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে এই বাল্যবিয়ে বন্ধ করা হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল করীব বলেন, উপজেলার নেহালপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ের দিন ধার্য ছিল সোমবার। খবর পেয়ে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বাবা-মাসহ পরিবারের সদস্যদের বাল্যবিয়ের কুফল সম্পর্কে বোঝানো হয়। সেই সঙ্গে আইনি বিষয়গুলোও তুলে ধরা হয়।

ওসি আরও বলেন, মেয়ের বাবা-মা তাদের ভুল বুঝতে পেরে মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে অঙ্গীকার করেন। এছাড়াও গোপনে কিংবা অন্যকোনোভাবেই ছাত্রীকে যেন বিয়ে দেওয়া না হয় সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয়।

সালাউদ্দীন কাজল/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।