পুলিশ বাড়াবাড়ি করলে শাড়ির আঁচলে পেঁচিয়ে রাখবেন: কাদের মির্জা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:১৪ এএম, ১০ অক্টোবর ২০২১

নিজের অনুসারীদের কাউকে গ্রেফতার করতে গেলে পুলিশকে আঁচলে পেঁচিয়ে রাখতে নারীদের নির্দেশ দিয়েছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

তিনি বলেছেন, ‘তারা (পুলিশ) কাউকে গ্রেফতার করতে গেলে দরজা খুলবেন না। বেশি বাড়াবাড়ি করলে শাড়ির আঁচল দিয়ে পেঁচিয়ে বেঁধে রাখবেন। কাউকে গ্রেফতার করলে পুলিশকে প্রতিহত করতে সম্মিলিতভাবে প্রতিরোধ করবেন। প্রয়োজনে আমরা পুলিশের বিরুদ্ধে নারী নির্যাতন ও শ্লীলতাহানির মামলা করবো।’

শনিবার (৯ অক্টোবর) বিকেলে বসুরহাট বঙ্গবন্ধু চত্ত্বরে উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তৃতার সময় তিনি এ নির্দেশ দেন।

kader-2.jpg

কাদের মির্জা বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার পরও আমাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার মামলা হয়। পুলিশ আমার গায়ে হাত দেয়। আমার ৪৭ বছরের রাজনৈতিক জীবনে এরশাদ, খালেদা জিয়ার সরকারের আমলেও এমনটা ঘটেনি।’

এরপর ঘরে ঘরে চাকরি ও গ্যাস সংযোগ নিশ্চিতে দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৬ অক্টোবর বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি। ছাত্রলীগ এ কর্মসূচির আয়োজন করবে। দাবি আদায় না হলে ঢাকায় সংবাদ সম্মেলন ও গণঅনশন করারও হুমকি দেন কাদের মির্জা।

ইকবাল হোসেন মজনু/এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।