সিলেটে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২৫ টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ০৯ অক্টোবর ২০২১

সিলেটে বাড়তে শুরু করেছে পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২৫ টাকা। বাড়ছে শাক-সবজি ও সয়াবিন তেলের দামও।

শনিবার (৯ অক্টোবর) সিলেটের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহেও দেশি পেঁয়াজ ৪০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন তা ২৫ টাকা বেড়ে ৬৫ টাকায় দাঁড়িয়েছে। ভারতীয় পেঁয়াজ ৪৫ থেকে বেড়ে ৭০ টাকা।

নগরীর মদিনা মার্কেট এলাকার সবজি বাজারে আসা ক্রেতা শহিদুল ইসলাম বলেন, সাতদিন আগে ভ্যান থেকে পেঁয়াজ ৪০ টাকা কেজি কিনেছি। অথচ আজ বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। একই পেঁয়াজ মুদি দোকানে ৬৬ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে আকারভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকায়।

এদিকে বাজারে আসতে শুরু করেছে শীতের আগাম শাক-সবজি। অন্যান্য সবজির পাশাপাশি নগরীর বাজারগুলোতে সরবরাহ রয়েছে মুলাশাক, লালশাক, লাউয়ের পাতা, ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটোসহ আরও কয়েকটি শীতকালীন সবজির। সবই চড়া দামেই বিক্রি হচ্ছে।

jagonews24

কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি লাল শিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ৮০ টাকা কেজিতে। সবুজ শিম ১৩০ টাকা। টমোটো গত সপ্তাহে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হলেও আজ ১২০-১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। বাঁধাকপি ছোট ৫০-৭০, নতুন ফুলকপি প্রতি কেজি ১৩০-১৫০, মুলা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লালশাক, মুলাশাক প্রতি আঁটি ১০ টাকা করে বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি কেজি পেঁপে ২০, চিচিঙ্গা, ঢেঁড়শ, বরবটি ও পটল ৫৫ এবং জলপাই বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

jagonews24

সবজি বিক্রেতা জামাল আহমদ জানান, বাজারে আগাম শীতের সবজি আসতে শুরু করেছে। নতুন সবজির চাহিদা বেশি হওয়ায় দামও একটু বেশি।

মেডিকেল রোডে সবজি কিনতে আসা বেসরকারি এক স্কুলের শিক্ষিকা শাহিদা জামান জাগো নিউজকে বলেন, শীতের আগাম শাক-সবজির দাম অনেক বেশি।

jagonews24

নগরের পিডিবি মোড় এলাকার ব্যবসায়ী লিবার্টি ডিপার্টমেন্টাল স্টোরের মালিক আলমগীর আহমদ বলেন, পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। তাই আমাদেরও বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে।

তিনি আরও বলেন, অক্টোবর এলেই ভারতে পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। ভারতে বাড়লে দেশের বাজারেও পেঁয়াজের দাম বাড়ে।

ছামির মাহমুদ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।