১৫ মাস পর ক্ষমতা ফিরে পেলেন ইউপি চেয়ারম্যান
সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার হওয়ায় ১৫ মাস পর ক্ষমতা ফিরে পেলেন ফরিদপুরের আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনামুল হাসান।
দায়িত্ব ফিরে পেয়ে শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে গোপালপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে চেয়ারম্যান ইনামুল হাসান এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন। এসময় স্থানীয় জনতা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
জানা যায়, বৃহস্পতিবার (৭ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের (ইউনিয়ন পরিষদ শাখা-১) উপসচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ওই চেয়ারম্যান বিরুদ্ধে জারিকৃত সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়। তবে একই সঙ্গে পরিষদের আরও ৬ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হলেও প্রজ্ঞাপনে তাদের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
গত বছর ২০ মে স্থানীয় সরকার বিভাগের উপসচিব (ইউনিয়ন পরিষদ শাখা-১) মো. ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনামুল হাসান ও পরিষদের আরও ছয় সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান ভবিষ্যতে এ ধরণের কর্মকাণ্ড করবেন না এই মর্মে সতর্কীকরণপূর্বক স্থানীয় সরকার বিভাগ হতে তার সাময়িক বরখাস্ত সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার করা হলো।
এন কে বি নয়ন/ এফআরএম/এএসএম