গদখালীর ফুল ব্যবসায়ীরা সন্ত্রাসীদের কাছে জিম্মি


প্রকাশিত: ০৪:১২ পিএম, ২১ ডিসেম্বর ২০১৫

যশোরের ঝিকরগাছার গদখালী ফুলচাষি ও ব্যবসায়ীরা সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসব চিহ্নিত সন্ত্রাসী চাঞ্চল্যকর রবিউল মেম্বার খুন, অপহরণ, বোমাবাজি, হত্যা প্রচেষ্টা, চাঁদাবাজি, নারী নির্যাতনসহ গুরুতর একাধিক মামলার এজাহার ও চার্জশিটভূক্ত আসামি। জামিনে মুক্তি পেয়ে এসব সন্ত্রাসী গদখালী ফুলচাষি ও ফুল ব্যবসায়ীদের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে দেখা দিয়েছে বলে অভিযোগ।

সম্প্রতি যশোর পুলিশ সুপার বরাবর এক লিখিত অভিযোগে জানা যায়, গদখালী মঠবাড়ি গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে হাসান, রাহাত ও মিজানের নেতৃত্বে কথিত সিন্ডিকেট করে ফুল ব্যবসায়ীদের কমদামে ফুল বিক্রিতে বাধ্য করছে। শুধু তাই নয়, চিহ্নিত এই মাস্তান সিন্ডিকেট গদখালী ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতিকে পাশ কাটিয়ে সিন্ডিকেটের মাধ্যমে ফুলচাষি ও ব্যবসায়ীদের জিম্মি করে বিভাগীয় শহর খুলনার ফুল বাজারে কম দামে ফুল বিক্রি করতে বাধ্য করা হচ্ছে। ফলে ফুলচাষি ও প্রকৃত ফুল ব্যবসায়ীরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদেরকে প্রতিনিয়ত প্রকাশ্যে ও অপ্রকাশ্যে নানাভাবে হুমকি-ধামকি দেয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গদখালী ফুলচাষি ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অভিযোগ করেন, গদখালী অঞ্চলের বিপুল সংখ্যক ফুলচাষি ও ব্যবসায়ী স্থানীয় চিহ্নিত মাস্তান-সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়ায় তাদের সংগঠনের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগে গুরুত্বর এসব মামলার সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরা হয়েছে। তারা এ ব্যাপারে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

জামাল হোসেন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।