তালতলী তাপবিদ্যুৎকেন্দ্রের ২২ চীনা নাগরিক করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৩:২২ পিএম, ০৭ অক্টোবর ২০২১
ফাইল ছবি

বরগুনার তালতলী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের ২২ জন চীনা নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই দেড়মাস আগে চীন থেকে তালতলীতে আসেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে বুধবার (৬ অক্টোবর) তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ৩৭ জন চীনা নাগরিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। সেখান থেকে তাদের নমুনা বরিশাল পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরীক্ষা শেষে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে তাদের প্রতিবেদন পাঠানো হয়। প্রতিবেদনে বলা হয়, নমুনা দেওয়া ৩৭ জনের মধ্যে ২২ জন চীনা নাগরিক করোনা পজিটিভ।

jagonews24

জানা যায়, এরই মধ্যে বিদ্যুৎকেন্দ্রে ৩০০ অ্যান্টিজেন কিট পাঠানো হয়েছে। বিকেল থেকেই চীনা নাগরিকদের সংস্পর্শে আসা বাংলাদেশিদের করোনা টেস্ট করানো হবে৷

jagonews24

জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান জাগো নিউজকে জানান, তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের ২২ জন চীনা নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন। তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

jagonews24

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান জাগো নিউজকে জানান, তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ২২ জন চীনা নাগরিক করোনা আক্রান্ত। আক্রান্তদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রস্তুত রাখা হয়েছে। কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য পরিবহন ও অক্সিজেন প্রস্তুত রয়েছে।

তিনি আরও জানান, তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত সবাইকে করোনা টেস্ট করানো হবে। বরগুনায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯৩২ জন এবং মারা গেছেন ১০৯ জন।

এফআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।