পটুয়াখালী নিউমার্কেটে ভয়াবহ আগুন, ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৯:২৩ এএম, ০৭ অক্টোবর ২০২১

পটুয়াখালী শহরের নিউমার্কেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোরে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনের সূত্রপাতের সঠিক কারণ এখনো জানা যায়নি। এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ করছে বিদ্যুৎ বিভাগ।

jagonews24

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মুদি মনোহরি, কসমেটিকস, কৃষি পণ্যের দোকান, মাছ ও মাংসের আড়তসহ প্রায় ৭০টি দোকানের ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ এবং অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান।

jagonews24

পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো কিছু কিছু জায়গায় ধোঁয়া উঠছে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

বরিশাল বিভাগের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মন্তাজ উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং আমতলি ও বাকেরগঞ্জের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দুই ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে কাজ চলছে।

এফআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।