রাজবাড়ী‌তে ই‌লিশ ধরায় ১২ জনের জেল-জ‌রিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৫:৩০ এএম, ০৭ অক্টোবর ২০২১

সরকারি নি‌ষেধাজ্ঞা অমান্য ক‌রে রাজবাড়ীর পদ্মা নদীতে ই‌লিশ ধরার দা‌য়ে অ‌ভিযানের তৃতীয় দি‌নে ১২ জে‌লে‌কে আট‌কের পর ভ্রাম্যমাণ আদাল‌তের মাধ্য‌মে জেল-জ‌রিমানা করা হ‌য়ে‌ছে।

বুধবার সকাল থে‌কে বিকেল পর্যন্ত চলা অ‌ভিযা‌নে তা‌দের আটক করা হয়।

এ সময় রাজবাড়ীর সদর উপ‌জেলার আটক ৮ জন জে‌লে‌কে জেলা প্রশাস‌নের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট সাইফুল হুদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্য‌মে ২০ দিন করে জেল দেওয়া হয়। অন্যদিকে পাংশায় আটক ৪ জন জে‌লে‌কে উপ‌জেলার সহকারী ক‌মিশনার (ভূ‌মি) নুজহাত তাস‌নীম ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রে প্র‌ত্যে‌কে ২ হাজার ক‌রে মোট ৮ হাজার টাকা জ‌রিমানা ক‌রেন।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন রাজবাড়ী সদর উপ‌জেলা সি‌নিয়র মৎস্য‌ কর্মকর্তা মো. রোকনুজ্জামান, পাংশা উপ‌জেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহ‌মেদসহ আনসার ভি‌ডি‌পি, পু‌লিশ ও সং‌শ্লিষ্টরা।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. ম‌শিউর রহমান জানান, অ‌ভিযা‌নের তৃতীয় দি‌ন সকাল থে‌কে বিকেল পর্যন্ত ইলিশ ধরার দা‌য়ে সদ‌রে ৮ ও পাংশায় ৪ জন জে‌লে‌কে আটক করা হয়। প‌রে তা‌দের ভ্রাম্যমাণ আদাল‌তের মাধ্য‌মে জেল জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। অ‌নেককে সতর্কও করা হ‌য়ে‌ছে। অ‌ভিযান অব্যাহত থাক‌বে।

রুবেলুর রহমান/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।