লালমনিরহাটে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে প্রচারণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ০৬ অক্টোবর ২০২১

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে লালমনিরহাট রেলওয়ে বিভাগ। বুধবার (৬ অক্টোবর) দুপুরে শুরু হয়ে সচেতনতামূলক এ প্রচারণা বগুড়ায় গিয়ে শেষ হয়।

এ সময় রেলওয়ে বিভাগের সংশ্লিষ্টরা বিভিন্ন রেলক্রসিংয়ে ট্রেন থামিয়ে স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ ও পোস্টার সেঁটে দেন। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে আইনি বিধি-বিধান তুলে ধরেন এবং পাথর নিক্ষেপকারীদের ধরিয়ে দেওয়ার জন্য সহায়তা কামনা করেন।

jagonews24

প্রচারাভিযানে লালমনিরহাট রেলওয়ে বিভাগের ম্যানেজার শাহ সফী নুর মোহাম্মদ, বিভাগীয় ট্রাফিক সুপারিন্টেনডেন্ট খালেদুন্নেছা, রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহারুল ইসলামসহ লালমনিরহাট রেলওয়ে বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লালমনিরহাট রেলওয়ে বিভাগের ম্যানেজার শাহ সফী নুর মোহাম্মদ বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ একটি দণ্ডনীয় অপরাধ। এতে সর্বোচ্চ মৃত্যুদণ্ড ও সর্বনিম্ন ১০ বছর কারাদণ্ডের বিধান রয়েছে। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করলে যাত্রীসহ ট্রেনেরও ক্ষয়ক্ষতি হয়।

রবিউল হাসান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।