সোনাতলায় আ’লীগের প্রার্থী তালিকায় নেই মেয়র নান্নু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ০৬ অক্টোবর ২০২১

বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকায় বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুর নাম না থাকায় জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তবে দলীয় সূত্র বলছে, গত পৌরসভা নির্বাচনে দলের গঠনতন্ত্রের বাইরে গিয়ে দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচনে অংশ নেওয়ায় তার নাম জেলা কমিটিতে পাঠানো হয়নি। এ অবস্থায় সোনাতলা পৌরসভা নির্বাচনে কে পাচ্ছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন, তা নিয়ে ভোটারদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ চলছে।

জেলা নির্বাচন কমিশন সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর বগুড়ার সোনাতলাসহ দেশের ১০টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ৯ অক্টোবর মনোনয়নপত্র দাখিল, ১১ অক্টোবর মনোনয়নপত্র বাছাই, ১২ থেকে ১৪ অক্টোবর আপিল নিষ্পত্তি, ১৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার, ১৮ অক্টোবর প্রতীক বরাদ্দ ও ২ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণার পর মেয়র পদে আওয়ামী লীগের চারজন প্রার্থী দলীয় মনোনয়ন পেতে মাঠে নেমেছেন। তারা হলেন-জেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ড. এনামুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান আলী খন্দকার। তবে বিএনপি দলীয়ভাবে পৌরসভা নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণায় এখন পর্যন্ত বিএনপি মনোনীত কোনো সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে না। বিএনপির সাবেক এমপি মরহুম হাবিবুর রহমানের ছেলে শাকিল রেজা বাবলা নির্বাচন করতে ইচ্ছুক বলে জানা গেছে। তিনি বলেছেন, দল চাইলে তিনি প্রার্থী হবেন।

২০০১ সালের ২৬ এপ্রিল সোনাতলায় পৌরসভা গঠিত হয়। ১২ দশমিক ৩৭ বর্গকিলোমিটারের এ পৌরসভায় ভোটার ২১ হাজারের বেশি। ২০১৭ সালের ৭ আগস্ট পৌরসভায় প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহিদুল বারী খান রব্বানী মাত্র ৮৮ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুর কাছে পরাজিত হন।

সম্প্রতি আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে প্রার্থী বাছাইয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জিয়াউল করিম শ্যাম্পুর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। সেই সভায় তিনজন প্রার্থীর নাম প্রস্তাব করা হয়েছে। তারা হলেন-উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. এনামুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক এবং সোনাতলা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান আলী খন্দকার। এ তালিকায় বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুর নাম দেওয়া হয়নি।

জানতে চাইলে সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক বলেন, বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু গত পৌরসভা নির্বাচনে দলের গঠনতন্ত্রের বাইরে গিয়ে দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেন। তাই দলের গঠনতন্ত্র মোতাবেক তিনি দলীয় মনোনয়নের জন্য অন্তর্ভুক্ত হবেন না। এজন্য তার নাম জেলা কমিটিতে পাঠানো হয়নি।

এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম নান্নু বলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি বা সহ-সভাপতিকে বাদ রেখে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতিকে সভাপতি দেখিয়ে দলীয় প্রার্থীর তালিকা করা হয়েছে। যা নিয়মের মধ্যে পড়ে না। তবে পৌর আওয়ামী লীগ যে প্রার্থী তালিকা করেছে তাতে আমার নাম প্রথমে রয়েছে। তাই দলীয় মনোনয়ন তিনিই পাবেন বলে আশা প্রকাশ করেন।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।