সোনারগাঁওয়ে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
মেঘনায় বালু উত্তোলনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে জামাল উদ্দিন ওরফে জামান (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় অন্তত আরো ১৫ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর হোগলায় এ ঘটনা ঘটে।
নিহত জামাল উদ্দিন সোনারগাঁও উপজেলার চর হোগলা গ্রামের আবদুল খালেকের ছেলে।
এলাকাবাসী জানান, বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা নাসিরউদ্দিন ওরফে মেম্বার বাহিনীর সঙ্গে একই এলাকার ইমাম হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আর এরই জের ধরে সকাল থেকে দুই গ্রুপের মধ্যে থেমে থেমে সংঘর্ষ শুরু হয়।
দুপুরে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্র, বন্দুক ও শর্টগান নিয়ে একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে কয়েকজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
গুলিবিদ্ধদের মধ্যে জামালউদ্দিনকে বিকেলে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে।
সোনারগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের জাগো নিউজকে জাননা, গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শাহাদাত হোসেন/এআরএ/আরআইপি